ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কক্সবাজার মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান; অস্ত্র গোলাবারুদসহ ৯ সন্ত্রাসী আটক


অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:   কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ জিয়া বাহিনীর ৯ জন সদস্য কে আটক করা হয়েছে।১৮ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয়ে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্টগার্ড সুত্রে জানা যায়, মহেশখালীর কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে।

স্থানীয়রা এ নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সন্ত্রাসী সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কক্সবাজার কার্যালয় থেকে রাত ৯ টা ৩০ মিনিটে একটি প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে মহেশখালী কালারমারছড়ায় কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানিক সম্পর্কে সত্যতা নিশ্চিত করেন এবং জব্দকৃত অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।