ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ


অক্টোবর ১৮, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ করা হয়েছে।১৮ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে কক্সবাজার বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এদিকে ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্স ইকে-৫৮৭-এর সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটের সময় পরিবর্তন করে রাত তিনটায় নেওয়া হয়েছে।কিছু কিছু ফ্লাইট দেশের অন্যান্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে। জানা গেছে, চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আগুনের কারণে চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করেছে।এর মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে একটি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকাগামী এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী ফ্লাইট।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে।প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।