

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।ছাত্রলীগের পদবী ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর।জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সাগর। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।প্রসঙ্গত, চব্বিশের ৪ আগস্ট মুন্সিগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭