

সাগর আহম্মেদ-স্টাফ রিপোর্টার: দেহব্যবসা আমাদের সমাজের এক ব্যধী বলা চলে,সমাজের যুবসমাজকে ধ্বংস করার অন্যতম একটি হাতিয়ার। এরকম একটি চিত্র দৈনিক ভোরের খবরের অনুসন্ধানে উঠে আসে। আশুলিয়ার বাগানবাড়ি এলাকার রাতের দৃশ্য যেনো সম্পর্ণ ভিন্ন, যেখানে মাঝরাতে কুকুরের দেখা মিলে না সেখানে মধ্যেবয়সী ২নারী কাষ্টমারের সার্ভিসে অলিগলি দাফিয়ে বেড়াচ্ছেন। অনুসন্ধানে সূত্রে যানা যায় ঐ ২নারী বিগত ১বছর থেকে বাগানবাড়ির একটি ভারা বাসা থেকে এই নোংরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বেড়িয়ে আসে এক ভিন্ন জগতের গল্প, তারা অনেক রাতে বাগানবাড়ি ক্যামিকেল এলাকার এক বাসায় এই কার্যক্রম চালায় যা প্রটোকল দেয় সেই বাসায় ম্যানাজার (কাকু),বিনিময় সেখানে তাদের একটি ফ্রী কাজ করতে হয়।দেহব্যবসায়ী মহিলা বলেন আমি এই এলাকার এমন কোনো জায়গা নেই যেখানে কাজ করিনি।এলাকার বিচারক যারা আছেন তারা সবাই আমাদের বিষয়টি জানেন, বিগত দিনে আমরা নিজ ভারা বাসায় কাজ করেছি তবে কতৃপক্ষ নিজ বাসায় কাজ করতে নিষেধ করায় আমরা আশেপাশে এই কাজগুলো করে থাকি।তাদের এই কার্যক্রম পরিচালনায় সহযোগী হিসেবে কাজ করেন বাজারের সিকিউরিটি গার্ড রহমান চাচা(৪০) তিনি আবার তাদের ভারা বাসার ম্যানাজার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ   এ্যাড. নজরুল ইসলাম ।  ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান।  অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
