নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের কান্দাহার জেলার স্পিন বলদাক আবাসিক এলাকায় পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জন। এ খবর দিয়েছে তোলো নিউজ। এতে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের বাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। স্পিন বলদাকের জনস্বাস্থ্য প্রধান করিমুল্লাহ জুবায়ের আঘা বলেছেন, হতাহতের সংখ্যা অনেক বেশি।
চলমান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে নতুন করে ওই হামলা চালিয়েছে পাকিস্তান।এতে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলা থেকে বেঁচে ফেরা মানুষ বলছেন, পাকিস্তান যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে হামলা চালিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। হাজি বাহরাম নামের এক ভুক্তভোগী বলেন, আমি ইতিহাসে এমন অবিচার দেখিনি। একটি দেশ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। তারা নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। বলেন, আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হওয়া উচিত।
আব্দুল জহির নামের আরেক ভুক্তভোগী বলেন, তারা মুসলিম নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। পাকিস্তান এটি চরম নির্লজ্জাতার পরিচয় দিয়েছে। বলেন, এখানে কোনো সামরিক বাহিনীর সদস্য নেই। সবাই বেসামরিক নাগরিক। দাওয়াজান নামে আরেক বাসিন্দা বলেন, এখানে সবাই পাকিস্তানি হামলার শিকার হয়েছেন। অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। অনেককে নিজ হাতের তাদের স্বজনদেরকে মাটি দিতে হয়েছে। রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ওই হামলা চালানো হয়েছে। নিহতদের দেহ স্পিন বলদাকের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭