ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে আশুলিয়ায় স্বদেশ হাসপাতালের উদ্বোধন


অক্টোবর ৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   “সাধ্যের মাঝে নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবার নিশ্চয়তা” এই শ্লোগানে এবং “আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে” শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বদেশ হাসপাতাল নামের একটি হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুমা আশুলিয়ার বাইপাইল মনির প্লাজায় এ হাসপাতালের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভবন মালিক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইব্রাহিম হোসেন, হাসপাতাল মালিক পক্ষের ডা: শহিদুজ্জামান, মো: হাসান মাহামুদ সুমন, লুৎফর রহমান, আঙ্গুর মিয়া,গাজীপুর দর্পণের নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন, নয়া দিগন্তের তুহিন আহামেদ প্রমূখ।

প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, যেহেতু আশুলিয়া একটি শিল্প এলাকা। এখানকার শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে স্বাধ্যের মধ্যে উন্নত এবং মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষেই এই হাসপাতলের যাত্রা শুরু।পরে বাইপাইল জামে মসজিদের ইমাম দোয়া ও মিলাদ পরিচালনা করেন এবং শেষে তোবারক বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।