হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে ‘বি-বাড়িয়া বেকারী’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাবারে ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ, মেয়াদোত্তীর্ণ তেল এবং ক্ষতিকর উপাদান অ্যামোনিয়াম ব্যবহার করা হচ্ছিল—যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।পরে ওই আইনের আওতায় প্রতিষ্ঠানটির মালিক হামদু মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই অর্থ আদায় করা হয়।সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                    
 
                                 
                                 
                                 
                                