রংপুর প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে দলমত নির্বিশেষে মশাল প্রজ্বলন কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবির সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগের নেতৃত্বে বেরোবির প্রধান ফটক থেকে মশাল মিছিল শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে আসে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক সদস্য সচিব রহমত আলী, পদার্থবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বেরোবি ছাত্রদলের সদস্য মোঃ সিয়াম, বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবির সাবেক সমন্বয়ক মোঃ শামসুর রহমান সুমনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গবাসীর জীবনরেখা। তিস্তা পাড়ের মানুষ ত্রাণ চায় না, তারা এই অবস্থা থেকে স্থায়ী পরিত্রাণ চায়। তিস্তার পানি ইস্যুতে ভারতের বিমাতা সূলভ আচরণ থেকে পরিত্রাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকাররের আমলেই যেন এই সমস্যার স্থায়ী সমাধান হয় ।”শিক্ষার্থীদের মতে , তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার অস্তিত্বের বিষয় । তারা বর্তমান সরকারকে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং চলমান তিস্তা রক্ষা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।