ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


অক্টোবর ১০, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রগুরামপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হেকিম (৫৪)। তিনি রগুরামপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল বারেক ও এসআই বুলবুল আহমেদের সমন্বয়ে গঠিত একটি টিম ভোররাতে অভিযান চালায়। এ সময় আব্দুল হেকিমের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।‎বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে বাহুবল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।