ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎মাধবপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু


অক্টোবর ৭, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
‎‎অন্যদিকে, সোমবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৫) নামে এক যুবক মারা যান। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রায়হান ইন্টারনেট লাইনের কাজ করার জন্য একটি দোকানের টিনের চালে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত ছেড়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।‎নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার ছেলে।‎খবর পেয়ে মাধবপুর থানার এসআই পনুয়েল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।