

কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন যাবত অসহায় রোগীদের চিকিৎসার নামে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাক্ষর জালিয়াত করে প্যাথলজি চালানোর অপরাধে অর্থ দন্ড করা হয়েছে।৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৫টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আবু জাফর মজুমদার।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আইল্যান্ড হেলথ কেয়ার ও মহেশখালী প্যাথলোজিসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে পরিচালিত মোবাইল কোর্টে পৃথক দুটি মামলায় মোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মোবাইল কোটের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭