ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নির্দোষদের হয়রানি বন্ধ করুন’—চরবিশ্বনাথপুরে এলাকাবাসীর মানববন্ধন


অক্টোবর ৯, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষ মানুষদের হয়রানি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবিশ্বনাথপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ অক্টোবর) সকালে চরবিশ্বনাথপুর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু উদ্দেশ্যমূলকভাবে নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে, যা অন্যায় ও অমানবিক।

তারা বলেন, স্কুল-কলেজে সংঘটিত কিছু ঝগড়া বা সামাজিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও চরবিশ্বনাথপুর এলাকার নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারকে কোনো সম্পৃক্ততা ছাড়াই অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হতে পারে।মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ও নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করা হোক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।