ঝিনাইদহ প্রতিনিধি: পাখিদের প্রতি ভালোবাসা থেকে পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। আর এ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাড়ে ১১ টায় পরিবেশ সচেতনতা এবং তাল গাছের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি থেকে দশমাইল পর্যন্ত দুই’শ তাল গাছের চারা রোপণ করেছেন তিনি। তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে বিশেষ পরিচিত। তালগাছে বাসা বাঁধে বিভিন্ন প্রজাতির পাখি।
সাম্প্রতিককালে বেড়েছে বজ্রপাতে মৃত্যু। বজ্রপাতে যেন আর কোন প্রাণ ঝরে না পড়ে সে চিন্তা ভাবনা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ। আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে তাল গাছের চারা রোপণের সময় আরো উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ইয়াসির আরাফাত, সার্জেন্ট হুসাইন আহমেদ তূর্য সহ অন্যান্য সদস্যরা।আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নই। আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষাতেও। তাল গাছের চারা পাওয়া খুবই দুস্কর। আপাতত ২০০ চারা রোপণ করছি।
তিনি আরো বলেন, সম্প্রতি জেলায় বজ্রপাতে দুই জন কৃষকের মৃত্যু হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে। আমি আশা করি এই উদ্যোগটি এলাকাবাসী এবং অন্যান্য সেবা সংস্থাকে আরও সচেতন করবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।এমন উদ্যোগে যে শুধু পরিবেশ উপকৃত হবে তা নয়। এই গাছগুলো ভবিষ্যতে আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে। প্রকৃতির প্রতি এই ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

