ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ জন আটক


অক্টোবর ৪, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি:   সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।আটক হওয়া দুই যুবক হলে জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের বালিদারা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ৪ঠা অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা এলাকায় অভিযান চালায় পুলিশ।
এদিন সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলাম ও উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ফরফরা যাত্রী ছাউনি হতে তাদের দুইজনকে আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা সমপরিমাণ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রবিবার পুলিশ পাহারায় আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।