ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গঙ্গাচড়ায় আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় নেতাকর্মীদের শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


অক্টোবর ১২, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:   রংপুরের গণমানুষের নেতা, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মৃত্যু বরণ করেন। নন্দিত এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় উপজেলা মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু, আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, ফজলুর রহমান বাদল, মোঃ ফিরোজ আলম, মোঃ মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, মোঃ আখেরুজ্জামান মিলন, লিটন পারভেজ, মোঃ নাজমুল হুদা, আনোয়ার শাহাদত ও আবু হানিফ বোচা।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব আলীর
সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি চাঁদ সরকার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তাঁর বক্তব্যে বলেন,লাকু ভাই ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক। তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন, মতবিরোধ দূর করে ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁর মতো সৎ, পরিশ্রমী ও বিনয়ী নেতা পাওয়া ছিল বিএনপির জন্য গর্বের বিষয় । আমরা তাঁর দেখানো পথে সংগঠনকে আরও সুসংগঠিত করব।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ সরকার বলেন,আনিছুর রহমান লাকু ছিলেন সত্যিকারের জননেতা। তিনি দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। দলের ভিতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল স্মরণ যোগ্য । আজ আমরা তাঁকে হারিয়ে শোকাহত, তবে তাঁর আদর্শ আমাদের প্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নির্লোভ, মানবিক ও সদালাপী নেতা। তাঁর অকাল প্রয়াণে রংপুর জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে ।
সভায় প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন,
আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর বিএনপির শক্ত ভিত্তির এক নির্ভরযোগ্য স্তম্ভ। তিনি কখনও ব্যক্তিস্বার্থে রাজনীতি করেননি, বরং দল ও গণমানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁর রাজনৈতিক আদর্শকে লালন ও ধারণ করে দলকে আরও শক্তিশালী করব ইনশাল্লাহ। লাকু তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সৃজনশীলতার জন্য প্রতিটি নেতা কর্মীর হৃদয়ে বেঁচে থাকবেন।
সভায় মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সহকর্মী ও রাজনৈতিক নেতারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।