ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জ-১: আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ভরসা সেলিম রেজা


সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:    দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-১ আসন। টানা কয়েকটি নির্বাচনে এ আসনে জয়ী হয়ে আসছে আওয়ামী লীগ। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। এখন এই দুর্গ ভাঙতে বিএনপি ভরসা করছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজার ওপর।মোঃ সেলিম রেজা স্থানীয় রাজনীতিতে পরিচিত ও গ্রহণযোগ্য এক মুখ। দুঃসময়েও তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। ফলে নতুন রাজনৈতিক বাস্তবতায় তাঁকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আশার সঞ্চার হয়েছে।স্থানীয় বিএনপি মনে করছে, আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাব থাকলেও পরিবর্তনের এই সময়ে সেলিম রেজাই হতে পারেন জনগণের বিকল্প আশা। জনগণের ক্ষোভ, স্থানীয় উন্নয়ন বঞ্চনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাঁরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দুর্গ ভাঙা সহজ নয়। তবে সরকার পতনের পর সৃষ্ট নতুন রাজনৈতিক সমীকরণে সিরাজগঞ্জ-১ আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই লড়াইয়ে বিএনপির মূল ভরসা হচ্ছেন মোঃ সেলিম রেজা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।