

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের জন্য ‘মিডিয়া কর্নার’ আজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের পাশে, কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনের চত্বরে এই মিডিয়া কর্নারের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম, রাকসু কোষাধ্যক্ষ ও রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এই মিডিয়া কর্নারে গণমাধ্যম প্রতিনিধিদের বসার জন্য চেয়ার-টেবিল, আলো ও ফ্যান এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা আছে। প্রয়োজনে সেখানে ব্রিফিং ও সংবাদ সম্মেলন করা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭