ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত কমপক্ষে ১০


সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 ময়মনসিংহ প্রতিনিধি:    ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি হুমায়ুন কবির আরও বলেন, দুর্ঘটনার পর বাস দুটি জব্দ করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।