ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫

বোদা উপজেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


সেপ্টেম্বর ২, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি:     ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে পঞ্চগড়ের বোদা উপজেলা ও বোদা পৌর বিএনপির আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান, সভাপতি বোদা উপজেলা বিএনপি, মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাধারণ সম্পাদক বোদা পৌর বিএনপি, মো. আব্দুস সামাদ তারা, সভাপতি বোদা পৌর বিএনপি, মো. শাহজাহান সিরাজ, জেলা কৃষকদল সদস্য সচিব, মো. আরিফুর রহমান (আরিফ), সাংগঠনিক সম্পাদক, বোদা পৌর বিএনপি, মো. রায়হানুল আলম প্রধান (রিয়েল), সাংগঠনিক সম্পাদক, বোদা উপজেলা বিএনপি, মো. দেলওয়ার হোসেন সাঈদ, সাংগঠনিক সম্পাদক, বোদা উপজেলা বিএনপি এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।