স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একদল দুর্বৃত্ত দোকান ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভুগীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে আলিফ মাষ্টার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রহমান ভুঁইয়ার দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা, পণ্য সামগ্রী ও দোকান ঘরটি লুটপাট করে বলে অভিযোগ রয়েছে। পরে তারা দোকানঘর ভেঙে নিয়ে যায় এবং জায়গাটি দখলের চেষ্টা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৫বছর যাবত জমিটি তাদের ভোগদখলে আছে এবং দোকান ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১বছর যাবত একটি চক্র তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। এর জের ধরেই প্রতিপক্ষ হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করেছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।