

পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বোদা উপজেলা মহিলা দলের উদ্যোগে র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী অংশ নেন ও পঞ্চগড় ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ মহোদয় সহ উপজেলা বিএনপির সভাপতিও সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতিও সাধারণ সম্পাদক উপজেলা যুবদল ও ছাত্রদল সহ উপস্থিত ছিলেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নারীর অধিকার আদায়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ সংগঠন সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া এবং দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭