ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ৬০ পিস ইয়াবাসহ রুপালী বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাটুরিয়া-কালামপুর সড়কের বড়নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুপালি বেগম ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড়নারায়নপুর ফাঁসি মার্কেট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।এবিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

