

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ হত্যার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই পুলিশ। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ঢাকা জেলা পিবিআই পুলিশ।
বিজ্ঞপ্তির বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামে ধানখেত থেকে অটোরিকশাচালক সায়েদুল রহমানের মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পরে এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা জেলা পিবিআই পুলিশকে।পরবর্তীতে ঢাকা জেলা পিবিআই পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রথমে সদর আলী নামে একজনকে গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি আলমগীরকে গ্রেপ্তার করে। এছাড়াও এই হত্যাকাণ্ডে জড়িত জুয়েল নামে আরও এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পিবিআই।এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন,তদন্তভার হাতে পাওয়ার পর প্রকাশ্য ও গোপনে আমরা তদন্ত চালাই। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সদর আলী ও আলমগীরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। তারা আদালতে হত্যার দায় স্বীকার করেছে। মূলত নগদ টাকার প্রয়োজনে পরিকল্পিতভাবে সায়েদুরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭