ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে জাল দলিল করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ


সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জাল দলিল তৈরি করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনুছ শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে।জাল দলিলের মাধ্যমে করা নামজারি বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি মামলা দায়ের করা হলে অভিযোগ যাচাই শেষে এসিল্যান্ড ইউনুছ শেখের নামজারি বাতিল করেন। জানা যায়, প্রায় ৩৬ বছর ধরে সরকারি অর্পিত ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন মরিয়ম বেগম ও তার সৎ ভাই ইউনুছ শেখ।

এবিষয়ে ইউনুছ শেখের সৎ বোন মরিয়ম বেগম বলেন, আমাদের বাড়ি নদীতে ভেঙে গেলে আমরা প্রায় ৩৬বছর পূর্বে এখানে এসে বাড়ি করি। হঠাৎ আমার সৎ ভাই ইউনুছ শেখ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে এখন কোথায় গিয়ে থাকবো। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে তিনি আরোও বলেন, এই বাড়িতে আমরা যেভাবে আছি তারাও সেভাবেই আছে কিন্তু হঠাৎ করে জাল দলিল করে এখন বলে এইটা তাদের বাড়ি। তিনি আরো বলেন, আমার নিজেস্ব কোনো জমি নাই। স্বামী মারা গেছে। ছেলেকে নিয়ে অনেক কষ্টেই সরকারি এই জমিতে বসাবস করছি। এখন ইউনুছ ও তার ছেলেরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এই জমি ছেড়ে দেওয়ার জন্য।

মরিয়মের প্রতিবেশী বাশার মোল্লা বলেন, “ইউনুছ শেখের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই। প্রভাবশালী এক দলিল লেখকের সহায়তায় তিনি জাল দলিল তৈরি করে সরকারি জমি নিজের নামে করার চেষ্টা চালাচ্ছেন।”তবে অভিযুক্ত ইউনুছ শেখ দাবি করেন, তার বাবা এই জমি ক্রয় করেছিলেন। সেই সূত্রে তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাবার সম্পত্তি তিনি একা কেনো দখলে অন্যান্য ভাই বোনের অংশ কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ইউনুছ শেখ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে তাদের আশঙ্কা রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ বলেন, ভুক্তভুগী নারী যদি আমাদের কাছে অভিযোগ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।