

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারংয়ের মেসার্স কে আলী ফিলিং স্টেশন ও মেসার্স মাহিয়া ট্রেডার্স এর ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা ভঙ্গের অপরাধে ৪৬ ধরায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এছাড়া টঙ্গীবাড়ী বাজারের মেসার্স আমির মাঝি ট্রেডার্স ও মেসার্স সজীব এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক পাওয়া যায়। বুধবার (২৪সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত টঙ্গীবাড়ীর বিভিন্ন বাজারে চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন মো: শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বাংলাদেশ স্ট্যান্ডাডর্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট,ঢাকা।অভিযানকালে পণ্যের মান ও সঠিক পরিমাপের বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭