ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গিবাড়ীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম


সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে দুই বন্ধু মিলে ৮০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে সোমবার বেলা ১১টার দিকে বৃদ্ধকে তার জমিতে পিটিয়ে জখম করে তার প্রতিবেশী আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল ঢালী।
ভুক্তভোগী বৃদ্ধ মোঃ দ্বীন ইসলাম হাওলাদার (৮০) বলেন, দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়া আমার সাথে প্রতিবেশী আনোয়ার ঢালীর বিরোধ চলতেছে। আমি ২২ বছর আগে পাশের গ্রাম হতে এসে এ এলাকায় জমি কিনে বসবাস শুরু করি। এ এলাকায় জমি কিনার পর হতেই ওরা আমাকে মারধোর করে আসছে। সোমবার আমার বসত বাড়ির পাশে আমার জমিতে আমি গরুর ঘাস কাটতে গেলে আউটশাহী গ্রামের আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল মিলে আমাকে প্রথমে কিল, ঘুষি মারতে থাকে পরে একজন আমাকে ধরে রাখে অপরজন কাফিলা গাছের ডাল দিয়ে পিটিয়ে আমার হাত পিঠ ফাটিয়ে ফেলে।
এ ব্যাপারে দ্বীন ইসলাম হাওলাদার এর নাতিন মারিয়া বলেন, ঘটনার সময় আমি আর আমার নানা ছাড়া আর কেউ বাড়ি ছিলো না। আমার নানাকে ওরা মারতেছে নানার কান্না শুনে আমি আমাদের বাড়ির পাশের জমিতে গিয়ে মোবাইলে ভিডিও করতে থাকলে ওরা আমাকে বলে তোর রেপ করে মেরে কচুরীর নিচে ঢুকিয়ে রাখবো।দ্বীন ইসলাম হাওলাদারের মেয়ে শারমিন বলেন, আমার একমাত্র ভাই কোরিয়া প্রবাসী। আমার সকল বোনদের বিয়ে হয়ে গেছে। বাবা আর মা বাড়িতে থাকে। সোমবার মাও বাড়িতে ছিলো না। বাবা একা বাড়িতে থাকায় এবং আমাদের জমিতে ঘাস কাটতে গেলে ওরা আমার বাবা বৃদ্ধ মানুষটাকে অমানবিকভাবে মেরেছে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই আঃ রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়াছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।