ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রেস ইউনিটির জরুরী সভায় নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন।সভায় প্রেস ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটি
সভাপতি: সাহিদুল এনাম পল্লব
সহ-সভাপতি: বাবলু মিয়া, আসাদুল ইসলাম আসাদ
সাধারণ সম্পাদক: বিএম আনোয়ার হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক: রাকিবুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান
কোষাধক্ষ: মিশুক হাসান
প্রচার সম্পাদক: এনামুল ইসলাম
দপ্তর সম্পাদক: সাইফ হোসেন
তথ্য ও প্রকাশনা সম্পাদক: দেলোয়ার হোসেন
সাংস্কৃতিক সম্পাদক: তাপস কুমার কুন্ডু
নির্বাহী সদস্য: মোঃ লতা মিয়া, ইমরান হোসেন ও সদস্য আকাশ আহমেদ (রাজ)
নবনির্বাচিত নেতৃবৃন্দের বক্তব্য
সভাপতি সাহিদুল এনাম পল্লব বলেন, “ঝিনাইদহ প্রেস ইউনিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার একটি অগ্রণী সংগঠন। নতুন কমিটি সেই দায়িত্ব আরও আন্তরিকভাবে পালন করবে।”সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করব। জেলার প্রতিটি সাংবাদিক যাতে সুবিধা পান এবং মুক্ত সাংবাদিকতা চর্চা করতে পারেন, সেটাই হবে আমাদের লক্ষ্য।”

