

সাভার ও ধামরাই প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো বাংলাদেশ কো. ডল. এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেড়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে স্বাক্ষরিত করা হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আবদুর রব এবং ইডটকো বাংলাদেশ কো. ডল. এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ড.সাব্বির আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.সোহেল আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.এ বি এম আজিজুর রহমান,প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, কম্পট্রোলার ও ইডটকো বাংলাদেশ কো. লি. কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে ইডটকো বাংলাদেশ কো. লি. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পাঁচটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭