ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে শিক্ষক জান্নাতুলের মৃত্যু: কমিশনের নীরবতার নিন্দা জানিয়ে মানববন্ধন


সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:    জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় পোলিং অফিসার ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর তিনদিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের নীরবতার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানবন্ধন করেন তারা।

মানববন্ধনে,শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষক-শিক্ষার্থীরা।এছাড়া,নির্বাচনে অনিয়ম-অব্যবস্থাপনার বিষয়টি প্রশাসন নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।একইসাথে জান্নাতুল ফেরদৌসের অকাল প্রয়াণের স্মরণে ক্যাম্পাসের একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যত বিবেচনায় পরবর্তী সময়ের প্রাপ্য বেতনের সমমানের অর্থ প্রদানের দাবি জানান মানববন্ধনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।