

সাভার ও ধামরাই প্রতিনিধি: জাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অসংগতির ১২টি অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবী করেছেন জাকসুতে ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী প্যানেল। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জেতাতেই প্রশাসন এই ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করেন তারা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শেখ সাদী। এসময় নারী জিএসপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সহ নির্বাচনে অংশ নেওয়ার সকলে উপস্থিত ছিলেন।
অভিযোগে উল্লেখ করেন,ভোটে কারচুপি,অধিক ব্যালট পেপার মুদ্রন,পোলিং এজেন্ট নিয়োগে বাধা, জালভোট প্রদান, বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশে বহিরাগত জামায়াত নেতা-কর্মীদের প্রভাবে অবস্থান,অমোচনীয় কালী ব্যবহার না করা,ভোটের পরেও কয়েকটি হলে ভোট গ্রহনসহ বিভিন্ন অসংগতি ও অনিয়মের সাথে সংশ্লিষ্টরা জড়িত থাকার অভিযোগ করেন।এছাড়াও এ সকল অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিভিন্ন বক্তব্য, নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব থেকে সরে আসা, নির্বাচন কমিশন সদস্যদের অনিয়মের অভিযোগে পদত্যাগের কথা উল্লেখ করে এ নির্বাচনকে প্রহসনমূলক ও একটি গোষ্ঠীকে জেতানোর ষড়যন্ত্র বলে উল্লেখ করে তা বাতিল করে পুর্ননির্বাচনের দাবি করেন তারা।এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থী, শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোঃ বাবর ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭