

স্টাফ রিপোর্টার: থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে।পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টার, গাইবান্ধায় “নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স” ৩য় পর্য়ায়ের ৩য় ধাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে সবার মঙ্গল কামনা করে তিনি কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এসময় উপস্থিত জনাব নিশ্যাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়, জনাব মোঃ আবু সায়েম প্রধান, ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টার, গাইবান্ধা মহোদয়সহ পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত পুলিশ কর্মকর্তাগন, কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কোর্সের সাথে যুক্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭