ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫

কোটচাঁদপুরে মৎস্য হ্যাচরির ৩ গার্ডকে ব্যাপক মারধর


সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:    ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর সরকারি মৎস্য হ্যাচারির ৩ গার্ডকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির ৩ নেতাসহ ৮/১০ জনের বিরুদ্ধে।সোমবার (০১ লা সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে হ্যাচরির ভিতরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,হঠাৎ হ্যাচরির ভিতরে প্রবেশ করে বিএনপি নামধারী ৩ নেতা সাইদুল হোসেন,জুয়েল হোসেন,মোস্ত হোসেন সহ আরো ৮/১০ জন।
তারা ঢুকেই এলোপাতাড়ি মারধর শুরু করে হাবিব হোসেন নামের এক গার্ডকে পরে বাইরে দাঁড়িয়ে থাকা আশা নামের আরো এক গার্ডকে রড ও হাতুড়ি দিয়ে ব্যাপক ভাবে আঘাত করে। অতিরিক্ত আঘাতের কারণে তারা মাটিতে লুটিয়ে পড়ে।
ভুক্তভোগীরা আঘাতের যন্ত্রণায় প্রচন্ড ডাক চিৎকার শুরু করে।
পরে নিরাপত্তা প্রহরী আশার অবস্থা গুরুতর দেখে অপর কার্ড নজু আশাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা করে। হাসাপাতালে নেওয়ার সময়ে আবার পথের মধ্যে নজুকেও মারধর করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,বলুহর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মজিদ সহ আরো কয়েকজন।
খোঁজ নিয়ে জানা যায়,সাইদুল,জুয়েল ও মোস্তফা এলাকায় নানা রকম অপরাধ মূলক অপকর্ম জড়িত। তাদের নেতৃত্বে গড়ে উঠেছে মাদক ব্যবসার সিন্ডিকেট। এছাড়া তারা সংঘবদ্ধ চোরাকারবারীর সাথে জড়িত। ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী অভিযোগ করেন, তারা ক্ষমতার দাপট দেখিয়ে প্রজেক্টের ভিতরের পুকুর গুলো থেকে রাতের আঁধারে মাছ চুরি করে।
এছাড়া দূর’দূরান্ত থেকে হ্যাচরিতে ঘুরতেআসা পর্যটকদের কাছ থাকা সোনাদানা,
টাকা পয়সা সহ ভালো ভালো মোবাইল গুলোও নিয়ে নেন।
এসব বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়।
এবিষয়ে আহত আশা,হাবিব ও নজু জানান আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি থানায় অভিযোগ করতে গেলে তাঁরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। মারধরের বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেনি। এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা বিএনপির হাইকমান্ড জানান দলীয় পরিচয় দিয়ে কোন অপকর্ম করার সুযোগ নেই। আমাদের কোন নেতাকর্মী এরকম কাজ করলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবো।হ্যাচারির নিরাপত্তা প্রহরীর মারধরের বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি জানান, সরকারি অফিসের দায়িত্বরত কাউকে মারধর করা বড় একটা অপরাধ এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।