ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।১৯৭৮ সালের ১সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার রমনায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা ঘোষণা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালেয়ে সকাল নয়টার সময় -জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধানিবেদন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল সাফদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বাবুল, বিএনপির যুগ্ন আহ্বায়ক আলমগীর খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি আব্দুল খালেক গাফফার গিয়াস উদ্দিন মাখন শরিফুল হায়দার প্রমুখ।এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাণীতে বলেন, জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা দলের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তৎকালীন ১৯৮১ সালে ঘাতকদের বুলেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের নেতৃত্বে আসেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে বিজয় অর্জনের পর ১৯৯১ সালে বিএনপি প্রথমবারের মতো নির্বাচিত সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও ক্ষমতায় আসে দলটি।দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে ইতিহাসে সমৃদ্ধ বিএনপি আজ ৪৮ বছরে পদার্পণ করেছে। দেশের এই ক্রান্তিকালে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনআকাঙ্ক্ষা অনুধাবন ও সে অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করাই এখন দলের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন।