কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর এ ধরনের শোভাযাত্রার আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ভিন্নধর্মী উচ্ছ্বাস।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢোল-বাদ্য, রঙিন পোশাক, টুপি, নাচ ও স্লোগানে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রস্তুত কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।শোভাযাত্রায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে কাজিপুরের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। দীর্ঘদিন পর এমন আয়োজনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং পুরো শহর মুখরিত হয়ে ওঠে।