

কাজিপুর উপজেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর, শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে অবস্থিত আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ-এর নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সরকারি উন্নয়ন সহায়ক কর্মসূচির আওতায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিকেল ২টায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাজিপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী মোঃ সেলিম রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা বিপ্লব, সহকারী অধ্যাপক মাহাতাব উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ শাহ জামাল, প্রদর্শক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনের সময় মোঃ সেলিম রেজা বলেন, এই নতুন ভবন শিক্ষার্থীদের জন্য একটি উন্নত পাঠদানের পরিবেশ নিশ্চিত করবে এবং কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭