ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ২৫কেজি গাঁজা উদ্ধার- নারী সহ গ্রেপ্তার ৩


সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী।এসময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় বসবাস করতো বলে জানা যায়।

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঘোষবাগ এলাকায় চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ার নাজমা আক্তারের কাছে সরবরাহ করতো। পরে নাজমা আক্তার আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা বিক্রি করতো।

যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।