ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়ার হোসেন সহ ৫জন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার: অস্ত্র উদ্ধার


সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:    শিল্পাঞ্চল আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন তার ৫ সহযোগী সহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ টি দেশীয় অস্ত্র, কাচি এবং দাড়ালো অস্ত্র ৫টি, ৫ পট গাজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল, বটতলা রুপায়ন এবং জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকার মৃত এমারত হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯) ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা ও কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। এছাড়াও একাধিক গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এরই সূত্র ধরে রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল, রুপায়ন বটতলা ও জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এবং মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ অপরাধ কাজে ব্যবহৃত সরঞ্জাম। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায়,তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত।

পরবর্তীতে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে, দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।