

আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়া নরসিংহপুর এলাকার হামীমের তিন নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫) ও তার স্ত্রী পোশাক শ্রমিক সনিয়া আক্তার (২৮) এবং মেয়ে জামিলা (৫)।
প্রত্যক্ষদর্শী জানান,রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়ি থেকে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা । এসময় স্ত্রী ও সন্তানের নিথর মরদেহ খাটে পড়ে থাকতে দেখে এবং স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আশুলিয়ার নরসিংহপুর থেকে একই পরিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাই মরদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭