রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর পাইকান কুঠিরঘাটে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের সাকো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাকোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ৮নং আলমবিদিতর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবতাবুজ্জামান চয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর- ১ আসনের মনোনীত প্রার্থী রায়হান সিরাজী, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, জাতীয় প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমির নায়েবুজ্জামান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি ইউনুস আলী। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মুকুল ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় জনগণের উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সাকোটি নির্মিত হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নব দিগন্তের শুভ সূচনা হলো । এর মাধ্যমে কুটির খাটের দুপারের মানুষের দীর্ঘ দিনের যাতায়াত সমস্যার সমাপ্তি ঘটল। পাশাপাশি শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবেন এবং সাধারণ মানুষের চলাচল হবে স্বাচ্ছন্দ্যময়।স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন,ডাঙ্গী পাইকান এলার মানুষ এখন খুব সহজে গঙ্গাচড়ায় যাইতে পারবে এবং ডাঙ্গী পাইকান এলাকায় আসার জন্য এখন আর মন্ডলের হাট কিংবা বেতগাড়ি সাতআনি হয় ঘুরতে হবে না। এই সাকো নির্মিত হওয়ায় আমরা আনন্দিত।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুধীজন ও বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে এই সাকো নির্মাণে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানানো হয়।