ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা


সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রদিবেদক:    স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা। ভোটের সময় শুরুর অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে গেছেন এবং ভোট শুরু করার আগে ফাঁকা ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টকে দেখানো হয়েছে বলেও জানান তিনি।বেলা সাড়ে ১০টা পর্যন্ত ‘১৫ শতাংশের মতো ভোট পড়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উৎসাহের কোনো ঘাটতি নেই। সবাই লাইনে আছে। ছোটোখাটো কিছু অভিযোগ-অনুযোগ তো আছেই।’

আচরণবিধির বিষয়ে অধ্যাপক রেজা বলেন, ‘কেউ কেউ আমাদের বাইরের পরিবেশের কথা বলেছেন, সেটা আমরা অবহিত আছি। আমরা জানাচ্ছি। আর আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ সেটা করছেন না।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।