

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়োজিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলা চত্বর প্রাঙ্গণে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন,
"দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধানতম ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। নিরাপত্তার স্বার্থে পূজা মণ্ডপের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন।"
তিনি আরও নির্দেশনা দেন,
দায়িত্ব পালনকালে শৃঙ্খলা বজায় রাখা মণ্ডপে আসা ভক্তদের প্রতি সহনশীল ও সহৃদয় আচরণ করা,
কোনো প্রকার উসকানি বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা,
দায়িত্বকালে মোবাইল ফোনে অযথা সময় নষ্ট না করা এবং সর্বোপরি সতর্কতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করা। এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, থানা পুলিশ সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আসন্ন দুর্গা পূজায় বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা প্রতিষ্ঠা করা হবে। পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭