

গাইবান্ধা প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রিকশাচালক মো. নুরুন্নবী মিয়া সদিয়া (৩৮)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর-ধর্মপুর সড়কের সীচা বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহতের স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে ।
মানববন্ধন শেষে ওই সড়ক ধরে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম, কন্যা মোছাঃ নিশা মনি, ছেলে মো, আবু বক্কর, ভাই মো, নুর ইসলাম, চাচা মো, সাইফুল ইসলামসহ অনেকে।কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন,আমার স্বামী দিনমজুরির রিকশা চালিয়ে সংসার চালাতো। তাকে ছিনতাইকারীরা নির্মমভাবে খুন করেছে। তবে এই হত্যা পুর্ব পরিকল্পিত বলে দাবী করে তার হত্যাকারীদের ফাঁসি চাই।
বড় ভাই নুর ইসলাম বলেন, আমাদের পরিবারের একমাত্র ভরসা ছিল সদিয়া ভাই। তাকে হারিয়ে আমরা পথে বসে গেছি। দ্রুত খুনিদের গ্রেফতার না করলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।অংশগ্রহণকারীরা বলেন, একজন সাধারণ শ্রমজীবী মানুষ ছিনতাইকারীদের হাতে খুন হওয়ার পরও যদি দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে মানুষের নিরাপত্তা কোথায়? তারা সরকারের কাছে হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত শাস্তি কার্যকরের জোর দাবি জানান।
এ বিষয়ে কথা হয় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, নুরুজ্জামান এর সাথে। তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক তৎপর আছে পুলিশ বলেও জানান এ তিনি।উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীরা নুরুন্নবী মিয়া সদিয়ার রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে তারা বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন ৩ সেপ্টেম্বর নিহতের ভায়রা মো, হযরত আলী বাদি হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭