

স্টাফ রিপোর্টার: নেপিয়ার ঘাস ভর্তি ভ্যানে পাচার করার সময় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। এসময় গ্রেফতার করা হয় দুই মাদক পাচারকারিকে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় এই অভিযান চালানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন— গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা গ্রামের আনিছুর রহমান শেখ গুলটু (৩৫) ও একই গ্রামের ময়নুল হক (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান গাইবান্ধায় গোবিন্দগঞ্জে শালমারা উলিপুর গ্রামে আসে। সেখান থেকে কৌশলে গাঁজা বগুড়ার বিভিন্ন এলাকায় সরবারহ করা হবে— এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় অবস্থান নেন।রাত ৯টার দিকে নেপিয়ার ঘাস ভর্তি একটি ভ্যান গ্রামের পথ ধরে যাওয়ার সময় ভ্যানটি আটক করা হয়। এরপর সেটি তল্লাশি করে ৭ প্যাকেটে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭