

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় জানিয়েছে, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টাতেই তিনি শপথ নিচ্ছেন।ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত এসেছে।
প্রধানমন্ত্রী পদে শপথ নিলে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস গড়বেন সুশীলা কার্কি। তার তত্ত্বাবধায়ক সরকারে থাকবে ছোট্ট একটি মন্ত্রিসভা।এই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে রাতেই। মন্ত্রিসভা খুব সম্ভবত কেন্দ্রীয় পার্লামেন্টসহ ৭ টি প্রাদেশিক পার্লামেন্টও ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে।সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি।জেন-জি (তরুণ প্রজন্ম)- যাদের নেতৃত্বে আন্দোলনে পতন ঘটেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের, তাদের মধ্যে সুশীলার জনপ্রিয়তা আছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭