

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রাস্তার পাশের সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে মটুকপুর তালেমুল কুরআন মাদ্রাসার সেক্রেটারি শাহ আলম মোল্লা'র বিরুদ্ধে। মটুকপুর কোল্ড স্টোর থেকে ডুলিহাটা যাতায়াতের পথে অভিযুক্ত শাহ আলম মোল্লা'র বাড়ি থেকে একটু এগিয়ে কালভার্টের উত্তর পাশের ৫-৭ টি গাছ কেটে নিয়ে যায়।
শনিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে সরজমিনে গিয়ে রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ কাটা অবস্থায় দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বৃদ্ধ বলেন, রাস্তা দিয়ে হেটে গেলে গাছের ডালপালার ছায়ায় রোদ্র লাগতোনা। শাহ আলম মোল্লা প্রভাব খাটিয়ে সরকারি গাছ গুলো কেটে ফেললো।এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম মোল্লা মুঠোফোনে বলেন, গাছ গুলো আমি নিজেই লাগিয়েছি এজন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি নাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭