ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে


আগস্ট ১, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এদিন বিকেল ৫:৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।একই স্থানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ২০২৪ সালের জুলাই মাসের আলোকচিত্র নিয়ে প্রকাশিত অ্যালবাম ‘মতিহারের বহ্নিশিখা’র মোড়ক উন্মোচন করেন।

সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ কয়েকজন হল প্রাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষকও উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন করে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এর মধ্যে দিয়ে এক স্বৈরাচারী শাসনের পতন ঘটে। সেই ক্ষোভ-বিক্ষোভভরা প্রতিবাদী দিনগুলো ভবিষ্যতের কাছে তুলে ধরার প্রয়াস এই অ্যালবাম। এটি ইতিহাসের এক বিশেষ সময়ের অনন্য দলিল বলে তিনি উল্লেখ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।