

ভোরের খবর ডেস্ক: বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে হোয়াটসঅ্যাপে প্রায় ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্টের অধিকাংশই পরিচালিত হচ্ছিল দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক সংঘবদ্ধ স্ক্যাম চক্রের দ্বারা। সামনে এই সংখ্যা আরও বাড়বে জানিয়েছে তারা।বুধবার (৬ আগস্ট) টাইমলাইনের প্রতিবেদনে বলা হয় মেটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার, কেম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলোতে মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো। পরে তাদের দিয়ে জোরপূর্বক অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালানো হতো। এই সেন্টারগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা চালানো হতো।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীকে কোনো অজানা ব্যক্তি গ্রুপে যুক্ত করলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠাবে। এ ছাড়াও, অনেক স্ক্যামিং অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে প্রতারণা শুরু করার আগেই শনাক্ত করে বন্ধ করে দেয়া হয়েছে।একটি আলোচিত ঘটনায়, হোয়াটসঅ্যাপ, মেটা এবং ওপেনএআই যৌথভাবে কেম্বোডিয়াভিত্তিক একটি বড় স্ক্যাম চক্র রুখে দেয়। চক্রটি ‘রেন্ট-এ-স্কুটার’ নামক একটি ভুয়া প্রকল্প চালিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করত, যেখানে ফেসবুক পোস্টে লাইক দিলেই নাকি অর্থ দেওয়া হবে এমন প্রলোভন দেখানো হতো।
জানা গেছে, এই চক্রটি চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে মানুষের মন গলানোর মতো বার্তা তৈরি করত, যার মাধ্যমে সহজ-সরল ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হতো। প্রথমে এসএমএসের মাধ্যমে যোগাযোগ শুরু করে, এরপর হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপে কথোপকথন সরিয়ে আনা হতো। প্রতারণার শেষ ধাপে ভুয়া পেমেন্ট গেটওয়ে কিংবা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আত্মসাৎ করা হতো।
মেটার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যেখানে আগাম টাকা চাওয়া হয়, সেখানেই প্রতারণার ঝুঁকি থাকে। কেউ যদি লাভের আশ্বাস দিয়ে আগে টাকা দিতে বলে, তাহলে তা অবশ্যই সন্দেহজনক। বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার পরামর্শ দিয়েছে, যাতে করে অ্যাকাউন্ট আরও নিরাপদ রাখা যায়। একইসঙ্গে অচেনা নম্বর থেকে বার্তা পেলে সচেতনভাবে যাচাই করার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭