ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মিটুলের চায়ের দোকান ভাঙচুর করেছে একই গ্রামের শফিউদ্দিনের দুই ছেলে নাসির ও শিশির।প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় যে তারা যখন এই দোকান ভাঙচুর করে তখন বিএনপির নাম ব্যবহার করে। শুধু তারা দোকান ভাঙচুর করেনি সেই সাথে বাড়ির মহিলাদের গায়ের গওনা গাটি ছিনিয়ে নেওয়া সহ ফলের গাছ কর্তন করেছে। হরিণাকুন্ডু বিএনপি'র একাধিক নেতা সাংবাদিকদের নিশ্চিত করেছে যে নাসির ও শিশির বিএনপির কোন কর্মী নয়।
খোঁজ নিয়ে জানা গেছে যে এর আগে শেখ হাসিনার শাসন আমলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি কে নিয়ে এই বাড়ির ব্যাপারে সালিশ করে তারা দুই ভাই এই বাড়ি দখলের চেষ্টা করেছিল।আজকের এই ঘটনা নিয়ে হরিণাকুন্ডু থানার অফিসার্স ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় যে ঘটনাটা পূর্বের জমি জমা সংক্রান্ত ঘটনা জের ধরে ঘটেছে। এই জমি নিয়ে ঝিনাইদহ এডিএম কোর্টে ১৪৪ ধারা জারি করা আছে। এই ঘটনার মাধ্যম দিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করেছে। অভিযোগ পেলে ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭