হবিগঞ্জ প্রতিনিধি: ১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।দলীয় সূত্র জানায়, গত ১১ আগস্ট জেলা বিএনপির বিশেষ সভায় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। পৌরসভা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
সম্মেলন সফল করতে উপকমিটি ও ১৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচটি পদে গোপন ব্যালটে ভোট হবে। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জি কে গউছ, শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
জানা গেছে, সর্বশেষ জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। ওই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল এবং সাধারণ সম্পাদক হন জি কে গউছ। বর্তমানে জি কে গউছের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম চলছে।দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে।জি কে গউছ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিলেট বিভাগের সব জেলায় দ্রুত কাউন্সিল সম্পন্ন করা হচ্ছে। হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি শেষ পর্যায়ে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭