ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫

‎হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


আগস্ট ২৭, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে।‎গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৩০)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের বাসিন্দা এবং মৃত সোনাফর আলীর ছেলে।
‎‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মকবুলকে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মকবুল জানায়, তিনি দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।পরে মকবুল হোসেনকে উদ্ধারকৃত গাঁজাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।